ইয়টস্ কি?

‘আপনার নিজস্ব প্রযুক্তি সমীক্ষা’ (ইয়টস)হলো একটি বিনাখরচে ব্যবহার করার মত টুল যেটি বিদ্যালয় ও গবেষকদেরকে শিক্ষার্থীদের বাড়ীতে/বাসায় থাকা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জানতে এবং সেগুলো কিভাবে শিক্ষার গুণগত উন্নয়নের জন্য শেখা ও পাঠদানে ব্যবহার করা যায় সেসম্পর্কে জানতে সহায়তা করবে। এটা আপনাকে যে ধরনে প্রশ্নের উত্তর দিতে সহায়তা করবে:

  • আপনার শিক্ষার্থীদের কতভাগ বাড়ীতে/বাসায় ইন্টারেট ব্যবহারের সুযোগ আছে?

  • আপনার শিক্ষার্থীদের কতজনের ইন্টারনেট ব্যবহার করার মত মোবাইন যন্ত্র আছে?

  • আপনার শিক্ষার্থীদের কতভাগ প্রতিদিন তাদের মোবাইল যন্ত্র বিদ্যালয়ে নিয়ে আসার জন্য অনুমোদিত, সক্ষম এবং নিয়ে আসতে ইচ্ছুক?

যদি আপনি আপনার বিদ্যালয়ে ১:১ কমপিউটার ব্যবহারের কথা ভাবছেন, কিংবা ‘তোমার নিজস্ব প্রযুক্তি নিয়ে এসো’ অথবা ‘তোমার নিজস্ব যন্ত্র নিয়ে এসো’ কৌশল ব্যবহারের কথা চিন্তা করে থাকেন, তবে আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর জানতে হবে।

আমরা একটি বিদ্যালয় সম্পর্কে জানি, যে বিদ্যালয়ের ১৫% শিক্ষার্থীর ইতিমধ্যেই আইপ্যাড রয়েছে। যার অর্থ হলো, সে বিদ্যালয়ের ১:১ আইপ্যাড ব্যবহারের জন্য ১৫% কম যন্ত্র সরবরাহ করলেই চলবে।

আমাদের লক্ষ্য

ইয়টস্-এর লক্ষ্য হলো:

  • বিদ্যালয়গুলোকে একটি পদ্ধতির মাধ্যমে তাদের শিক্ষার্থীদের কাছে থাকা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে একটি সমীক্ষা চালান যাতে করে তাদের প্রযুক্তি ব্যবহারে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।

  • আমাদের গবেষকদেরকে তথ্য-উপাত্ত ব্যবহারের সুযোগ করে দেয়া যা দেশব্যাপী শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতা সম্পর্কে ভাল গবেষণা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দিকনির্দশনা প্রদান করা যায়।

ইয়টস কিভাবে কাজ করে?

শুধুমাত্র আপনার বিদ্যালয় নিবন্ধন করুন। তারপর আমাদের অনন্য সমীক্ষার লিংকটা পাঠান যা আপনার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য আমরা সরবরাহ করে থাকি। তারা যখন সমীক্ষাটি শেষ করবে, তখন আপনি আপনার বিদ্যালয়ের জন্য নির্ধারিত ইয়টস ডেসবোর্ড থেকে সেগুলো পর্যালোচনা ও ফলাফল বিশ্লেষণ করতে পারবেন।

কারা ইয়টস পরিচালনা করে?

ইয়টস হলো এডফিউচারস.নেট ইনিশিয়েটিভ-এর অংশ যা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে একুশ শতকের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে সাহায্য করতে নিবেদিত। ইয়টস ২০১৩ সালে ভাইটাল-এর দ্বারা প্রতিষ্ঠিত। যুক্তরাজ্য সরকারের শিক্ষা বিভাগের আংশিক অর্থায়নে এবং যুক্তরাজ্যের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় ভাইটাল একটি পেশাগত উন্নয়ন কার্যক্রম।

কি তথ্য-উপাত্ত ইয়টস সংগ্রহ করে?

ইয়টস প্রাথমিকভাবে আপনার শিক্ষার্থীদের বাড়ীতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের সুযোগের তথ্য জানতে আগ্রহী। এর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ, তারা কোন ধরনের যন্ত্র ব্যবহার করে (যেমন, মুঠোফোন অথবা লেপটপ)এবং তারা কি সেসব করতে সক্ষম কিনা, সেসব ব্যবহারের অনুমতি আছে কিনা এবং তারা সেসব বিদ্যালয়ে প্রতিদিন ব্যবহারের জন্য নিয়ে আসতে আগ্রহী কিনা।

অনুমতি ও অবহিত সম্মতি

অনুমতি:

ইয়টস-এর সাথে নিবন্ধনের আগে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার উর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের নির্বাহীর কাছ থেকে আপনি অনুমোদন নিয়েছেন।

অবহিত সম্মতি:

আপনি যখন শিক্ষার্থীদেরকে সমীক্ষায় অংশগ্রহণ করতে বলবেন, আপনাকে অবশ্যই তাদের অবহিত সম্মতি নিতে হবে। এর অর্থ হলো, আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, তারা:

  • তারা এসমীক্ষা কিসের জন্য এবং কিভাবে তথ্য-উপাত্ত ব্যবহৃত হবে সেটা বুঝেছে।

  • তারা তাদের পিতামাতা বা অভিভাবকের কাছ থেকে অনুমতি নিয়েছে এ সমীক্ষায় অংশ নিতে।

  • তারা সমীক্ষায় অংশগ্রহণ করবে কি করবে না এটা তাদের ইচ্ছাধীন। এবং তারা সমীক্ষা শেষ করবে কি করবে না, এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন।

দায়-দায়িত্ব:

এ সমীক্ষায় অংশগ্রহণকারীরা যে তথ্য-উপাত্ত সরবরাহ করবে তার গুণগতমান কিংবা যথার্থতার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। সরবরাহ করা তথ্য-উপাত্তের অযথার্থতা কিংবা ভুলের জন্য অথবা সেই ভুলের উপর ভিত্তি করে ওয়েবসাইটের সরবরাহ করা ফলাফল কিংবা প্রতিবেদন-এর জন্য আমাদের কোন দায়-দায়িত্ব নেই।

গোপনীয়তা

শিক্ষার্থীদের সম্পর্কে কোন ধরনের তথ্য-উপাত্ত সংরক্ষণ করা হবে?

ইয়টস সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর বয়স, শ্রেণী এবং লিঙ্গ বিষয়ক তথ্য-উপাত্ত সংরক্ষণ করে। প্রদর্শিত তথ্য-উপাত্ত থেকে কোন শিক্ষার্থীকেই সনাক্ত করা যাবে না।

আমরা শিক্ষার্থীদের নামের প্রথম ও শেষ অংশ, জন্ম তারিখ এবং তাদের পোষ্টকোড নম্বর সমীক্ষার শুরুতে জানতে চাই। এটা এই কারণে যে, যাতে করে কারো তথ্য-উপাত্ত একের অধিক রেকর্ড হলে তা যেন সংশোধন করা যায় নির্ভুল ফলাফল ও প্রতিবেদনের জন্য। সমীক্ষার শুরুতেই এই সব উপাত্ত বিশেষ কোডের মাধ্যমে নামগোত্রহীনভাবে সংরক্ষণ করা হবে ডাটাবেইজে। ব্যক্তিগত প্রকৃত তথ্য-উপাত্ত কোডিংয়ের পর আর পড়া কিংবা পুনরুদ্ধার করা যাবে না।

শর্তাবলী

ওয়েবসাইটটি আমাদের শর্তাবলীর দ্বারা পরিচালিত।